• ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ১৯:২০ অপরাহ্ণ
তামিমের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার হার্টের এলসিএক্স ধমনীতে ব্লক ধরা পড়ায় জরুরি ভিত্তিতে স্টেন্ট পরানো হয়েছে। আকস্মিক এই অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছেন। বিসিবি জানিয়েছে, হার্ট অ্যাটাকের পর তামিমকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং এনজিওগ্রামের মাধ্যমে তার অবস্থা পর্যালোচনা করা হয়েছে। বিসিবির চিকিৎসকরা তার চিকিৎসার সার্বিক তদারকি করছেন এবং প্রয়োজনে আরও সহায়তা দিতে প্রস্তুত আছেন বলে আশ্বস্ত করেছেন।
তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ সেঞ্চুরির মালিকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেকর্ড রয়েছে তার নামে। তার সুস্থতার জন্য দেশজুড়ে ভক্ত-সমর্থকরা প্রার্থনা করছেন।