• ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টার কঠিন পর্যবেক্ষণে থাকবেন তামিম

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ১৯:০৫ অপরাহ্ণ
৪৮ ঘণ্টার কঠিন পর্যবেক্ষণে থাকবেন তামিম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক
ডিপিএলের ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে টস করতে নামেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। তবে ফিল্ডিংয়ে নামার আগেই শরীরের অসুস্থতা অনুভব করেন তিনি। দ্রুত বিষয়টি দলকে জানানো হলে, তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মাঠে ফিরলেও শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হয়, তবে পরিস্থিতি গুরুতর হওয়ায় সেটি সম্ভব হয়নি। পরবর্তীতে সাভারের কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হার্টে ১০০% ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, শুরুতে তাঁর শরীর রিং পরানোর জন্যও উপযুক্ত ছিল না। ২২ মিনিট ধরে সিপিআর এবং তিনবার ডি-সি শক দেওয়ার পর অবশেষে সফলভাবে হার্টে রিং স্থাপন করা হয়। এরপর দ্রুত জ্ঞান ফেরে তামিমের এবং তিনি চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন।
তবে আপাতত হাসপাতাল ছাড়তে পারবেন না তামিম। চিকিৎসকদের মতে, আগামী ৪৮ ঘণ্টা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং এই সময়ের মধ্যে অন্য কোথাও স্থানান্তরের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এই মুহূর্তে তামিম সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন। তাঁর সর্বশেষ অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, পর্যবেক্ষণের এই সময়টা পার করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।