চ্যাম্পিয়নস লিগের নতুন কাঠামো অনুযায়ী ৩৬ দলের লিগ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে, যার মধ্যে শীর্ষ ২৪টি দল নকআউট পর্বে স্থান পাবে। প্রথম আটটি দল সরাসরি শেষ ষোলোতে চলে যাবে, বাকি ১৬ দল প্লে-অফ শেষে যোগ দেবে।
এখন পর্যন্ত দুইটি দল নিশ্চিত করেছে প্লে-অফে খেলা, যার মধ্যে লিভারপুল সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ইংলিশ ক্লাবটি পাঁচটি ম্যাচ জিতে গত গেম উইকে প্লে-অফে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিল। গত রাতে রোমাঞ্চকর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে লিভারপুলের সঙ্গে যোগ হয়েছে বার্সেলোনা। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, এবং ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা রয়েছে।
এদিকে, তিনটি ক্লাবের জন্য শেষ হয়ে গেছে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। লিগ পর্বের শেষ দুটি ম্যাচ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। ২১ ও ২২ জানুয়ারি সপ্তম রাউন্ড এবং ৩০ জানুয়ারি অষ্টম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে।