• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্সার হোঁচট, রিয়ালের শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ণ
বার্সার হোঁচট, রিয়ালের শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে জয়ের পথে বার্সেলোনা দুইবার লিড নিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে। অন্যদিকে, জিরোনার বিপক্ষে দারুণ পারফরম্যান্সে ৩-০ গোলে জিতে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার দারুণ সুযোগ তৈরি হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে।

১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদ এখন মাত্র ২ পয়েন্ট পিছিয়ে। একটি ম্যাচ হাতে রেখে রিয়ালের সামনে পরবর্তী ম্যাচে জিতলেই এক পয়েন্ট ব্যবধানে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে লিগের শীর্ষস্থান নিয়ে উত্তেজনা আরও বাড়ছে।

বার্সার হয়ে গোল করেন লেওয়ান্ডোভস্কি ও ফেরান তোরেস। অন্যদিকে, রিয়াল বেতিসের হয়ে গোল করেন জিওভানি লো সেলসো ও আসানে দাইও। বেতিসের বিপক্ষে দ্বিতীয় গোলের সময় বার্সা কোচ হ্যান্সি ফ্লিক রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করায় লাল কার্ড পান। মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, এই শাস্তির ফলে ফ্লিক পরবর্তী দুই ম্যাচে বার্সার ডাগআউটে থাকতে পারবেন না।

এদিকে রিয়ালের হয়ে জিরোনার বিপক্ষে গোল করেন জুড বেলিংহ্যাম, আর্দা গুলার ও কিলিয়ান এমবাপ্পে। রিয়াল ভায়েকানোর বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় পেলে শীর্ষস্থানে ওঠার লক্ষ্য পূরণ করতে পারবে রিয়াল মাদ্রিদ।