• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টির রঙ্গমঞ্চে বারোদার রেকর্ড ভাঙা তাণ্ডব

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ১৩:২৬ অপরাহ্ণ
টি-টোয়েন্টির রঙ্গমঞ্চে বারোদার রেকর্ড ভাঙা তাণ্ডব
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ডের জন্ম দিল ভারতীয় ঘরোয়া দল বারোদা। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিকিমের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বারোদা তুলেছে অবিশ্বাস্য ৩৪৯ রান। এই স্কোর দলীয় সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড, যা আগে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে করা ৩৪৪ রানের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
বারোদার ইনিংস শুরু থেকেই ছিল রেকর্ডময়। দুই ওপেনার শ্বাশত রাওয়াত ও অভিমন্যু সিং রাজপুত মাত্র ৫ ওভারেই ৯২ রান তোলেন। পাওয়ার প্লের মধ্যে আসে দলীয় শতরান। তিনে নামা ভানু পানিয়া ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৫১ বলে ১৩৪ রানে অপরাজিত থাকেন। তার বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে মাত্র ১০.৩ ওভারে দুইশ পূর্ণ করে বারোদা, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম।
বারোদার এই রেকর্ড গড়ার দিনে ছক্কার ঝড়ও চলেছে। পুরো ইনিংসে ৩৭টি ছক্কা হাঁকিয়েছে দলটি, যা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড। সিকিমের বোলাররা কোনোভাবেই বারোদার এই ব্যাটিং তাণ্ডব রুখতে পারেনি। টি-টোয়েন্টির ইতিহাসে এটি শুধু একটি ম্যাচ নয়, বরং এক মহাকাব্যিক ইনিংস।