• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী মেনে নিজেদের সেরাটা দিতে চান সৌম্য

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ১৮:০৪ অপরাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী মেনে নিজেদের সেরাটা দিতে চান সৌম্য
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। র‍্যাঙ্কিংই তার প্রমাণ—ক্যারিবীয়রা যেখানে ৪ নম্বরে, বাংলাদেশ ৯-এ। তবে মাঠে দলকে সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে নামতে চান সৌম্য সরকার। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ হারের পর সেন্ট ভিনসেন্টে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সৌম্য বলেছেন, “ওরা ভালো দল, কিন্তু মাঠে ২০ ওভার যারা ভালো খেলবে, জয় তাদের। আমাদের তিন বিভাগে ভালো খেলতে হবে। আমরা সেটা পারলে ম্যাচ জেতা সম্ভব।”
সৌম্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ওয়ানডে ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেছেন, যা দলের জন্য ছিল প্রেরণাদায়ক। গ্লোবাল সুপার লিগে তার অপরাজিত ৮৬ রানের ইনিংস দলকে শিরোপা এনে দিয়েছে। তার মতে, আন্তর্জাতিক সিরিজের আগে এই ধরনের অভিজ্ঞতা আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে তিনি মনে করেন, রান করলেও ম্যাচ জেতার জন্য বোলারদের আরো ভালো করতে হবে।
ওয়ানডে সিরিজে ৩২১ রান করেও হারের প্রসঙ্গে সৌম্য বলেন, “আমাদের বোলাররা সাধারণত ভালো করে, কিন্তু এই সিরিজে তারা কিছুটা চাপে ছিল। আশা করি, টি-টোয়েন্টিতে তারা ঘুরে দাঁড়াবে।” সৌম্য নিজেও ব্যাট-বল হাতে অবদান রাখতে প্রস্তুত। দলের বর্তমান ফর্ম নিয়ে আশাবাদী এই ক্রিকেটার মাঠে ইতিবাচক ফলের প্রত্যাশা করছেন।