Home খেলাধূলা কিংস্টন টেস্ট জয়ের নায়ক মিরাজ, কৃতিত্ব দিলেন পুরো দলকে

কিংস্টন টেস্ট জয়ের নায়ক মিরাজ, কৃতিত্ব দিলেন পুরো দলকে

দখিনের সময় ডেস্ক:
দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। কিংস্টনের স্যাবাইনা পার্কে চারদিনের লড়াই শেষে ১০১ রানের দারুণ এক জয় তুলে নেয় টাইগাররা। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শেষ হয় ১-১ সমতায়। প্রথমবারের মতো টেস্ট অধিনায়কত্ব করা মেহেদী হাসান মিরাজের জন্য এটি একটি বিশেষ অর্জন। ম্যাচ শেষে মিরাজ বলেন, “আলহামদুলিল্লাহ, এই জয় আমার জন্য একটি বড় পাওয়া। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবার অধিনায়ক হয়ে জয় পাওয়া নিঃসন্দেহে স্মরণীয়।”
মিরাজ জয়ের সব কৃতিত্ব দিয়েছেন খেলোয়াড়দের। তিনি জানান, কন্ডিশন সহজ না হলেও দলের প্রত্যেক সদস্য মন থেকে জয়ের জন্য লড়েছেন। তার ভাষায়, “সবাই চেয়েছিল যে ম্যাচটা জিততে হবে, মানসিকভাবে সেই প্রস্তুতিই ছিল। আমরা যেভাবে পরিকল্পনা করেছি, সবাই সেটি নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে, এ কারণেই জয় এসেছে।” দ্বিতীয় ইনিংসে খেলোয়াড়দের ইতিবাচক খেলতে বলেছেন বলে জানান মিরাজ।
এই জয়ের পর টাইগারদের মনোযোগ এখন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৮ ডিসেম্বর। মিরাজ মনে করেন, এই টেস্ট জয় দলকে পরবর্তী ফরম্যাটের জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তালিকায় নাম না থাকায় প্রধান উপদেষ্টার বৈঠকে ঢুকতে পারেননি কর্নেল অলি

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। ঢোকার মুখে রাজনীতিবিদদের যে তালিকা দেয়া ছিল,...

৭৩ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ পলাতক ৭শ’

দখিনের সময় ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারাগার থেকে পলাতক দু’হাজারের অধিক বন্দির মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে ৭০০ আসামি। এরমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন ৭৩ জন।...

প্রধান ‍উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক, দেশের প্রশ্নে সবাই এক থাকার প্রত্যয়

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আলোচনায় মূল সূর ছিল, আমাদের মধ্যে মত-পথ-আদর্শ ভিন্ন থাকবে। রাজনীতিতে ভিন্ন থাকবে। দেশ,...

স্বর্ণ প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: বরিশালে স্বর্ণ প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে কাউনিয়ার টেক্সটাইল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে...

Recent Comments