• ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কিংস্টন টেস্ট জয়ের নায়ক মিরাজ, কৃতিত্ব দিলেন পুরো দলকে

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ
কিংস্টন টেস্ট জয়ের নায়ক মিরাজ, কৃতিত্ব দিলেন পুরো দলকে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। কিংস্টনের স্যাবাইনা পার্কে চারদিনের লড়াই শেষে ১০১ রানের দারুণ এক জয় তুলে নেয় টাইগাররা। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শেষ হয় ১-১ সমতায়। প্রথমবারের মতো টেস্ট অধিনায়কত্ব করা মেহেদী হাসান মিরাজের জন্য এটি একটি বিশেষ অর্জন। ম্যাচ শেষে মিরাজ বলেন, “আলহামদুলিল্লাহ, এই জয় আমার জন্য একটি বড় পাওয়া। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবার অধিনায়ক হয়ে জয় পাওয়া নিঃসন্দেহে স্মরণীয়।”
মিরাজ জয়ের সব কৃতিত্ব দিয়েছেন খেলোয়াড়দের। তিনি জানান, কন্ডিশন সহজ না হলেও দলের প্রত্যেক সদস্য মন থেকে জয়ের জন্য লড়েছেন। তার ভাষায়, “সবাই চেয়েছিল যে ম্যাচটা জিততে হবে, মানসিকভাবে সেই প্রস্তুতিই ছিল। আমরা যেভাবে পরিকল্পনা করেছি, সবাই সেটি নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে, এ কারণেই জয় এসেছে।” দ্বিতীয় ইনিংসে খেলোয়াড়দের ইতিবাচক খেলতে বলেছেন বলে জানান মিরাজ।
এই জয়ের পর টাইগারদের মনোযোগ এখন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৮ ডিসেম্বর। মিরাজ মনে করেন, এই টেস্ট জয় দলকে পরবর্তী ফরম্যাটের জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।