
দখিনের সময় ডেস্ক:
জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে অসাধারণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বল হাতে দারুণ কিপটে পারফরম্যান্সের পর, ব্যাট হাতে টাইগাররা ধরে রেখেছে দাপট। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৬ রানে গুটিয়ে দেওয়ার পর, বাংলাদেশ ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। শুরুতে কিছুটা বিপদে পড়লেও, মেহেদী মিরাজ এবং সাদমান ইসলামের মধ্য দিয়ে দলটির সংগ্রহ অনেকটাই সমৃদ্ধ হয়েছে। তৃতীয় দিনের শেষে ৪১.৪ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে বাংলাদেশ, ফলে লিড বেড়ে দাঁড়িয়েছে ২১১ রানে।
প্রথম ইনিংসের শুরুতে মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত দিপু দ্রুত ফিরে যান, তবে মেহেদী মিরাজ ও সাদমান ইসলামের ৭৪ বলের ৭০ রানের জুটি বাংলাদেশকে পুনরুজ্জীবিত করে। সাদমান ৪৬ রান করে ফিরে গেলেও, মিরাজ ৩৯ বলে ৪২ রান করে আউট হন। এরপর লিটন দাস ও জাকের আলী গুরুত্বপূর্ণ জুটি গড়ে স্কোর বাড়ান। শেষ পর্যন্ত জাকের আলী ২৯ রানে অপরাজিত থাকেন, আর তাইজুল ইসলাম ৯ রান নিয়ে তাকে সমর্থন দেন। বাংলাদেশের জন্য সবচেয়ে সুখবর, মুমিনুল হক এখনো ব্যাট করতে নামেননি।
এদিকে, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নাহিদ রানা, যিনি ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের ইনিংস ধ্বংস করে দেন। ১ উইকেটে ৭০ রান নিয়ে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায়। নাহিদ রানার নেতৃত্বে, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ এবং তাসকিন আহমেদও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ক্যারিবীয়রা আর ঘুরে দাঁড়াতে না পারলেও, বাংলাদেশের সংগ্রহ দিন শেষে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে।
Post Views:
১৮