ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উত্তরা (ডুসাউ) এবং “বিশ্বস্ত হাত ফাউন্ডেশন” এর স্বেচ্ছাসেবক দল।
ছবি: দখিনের সময়
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উত্তরা (ডুসাউ) এবং এদের সাথে সংশ্লিষ্ট “বিশ্বস্ত হাত ফাউন্ডেশন”। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রম ও নির্ঘুম রাতের পর, ত্রাণ সহায়তা নিয়ে ফিরে এসেছেন উক্ত স্বেচ্ছাসেবক দল।
ত্রাণ সহায়তা দিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উত্তরা (ডুসাউ) এবং “বিশ্বস্ত হাত ফাউন্ডেশন” স্বেচ্ছাসেবকরা। ছবি: দখিনের সময়
ত্রাণ বিতরণের জন্য দলটি নোয়াখালীর সেনবাগসহ কুমিল্লার নাঙ্গলকোট, সাতবাড়িয়া গ্রাম, ফকিরহাট বাজার, ডুমুরিয়া ইউনিয়নের ধরিয়া গোরকাটা গ্রামসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়। এসব অঞ্চলের কিছু জায়গায় প্রথমবারের মতো ত্রাণ পৌঁছানোর সুযোগ হয়, যা স্থানীয় মানুষের জন্য বিশেষ সহায়তা হিসেবে বিবেচিত হয়েছে।
ত্রাণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। তারা জানান, ত্রাণ বিতরণের এই উদ্যোগ এখানেই শেষ নয়; ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন তারা।
মানুষের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।