• ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মানসিক চাপ পেটকে প্রভাবিত করে

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ণ
মানসিক চাপ পেটকে প্রভাবিত করে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মানসিক চাপ আমাদের পেট তথা অন্ত্রকে প্রভাবিত করে। এই চাপ থেকে অ্যাসিড রিফ্লাক্স – সহজ ভাষায় পেটে গ্যাস হওয়া এবং আলসারেশন বা পেটে জ্বালাপোড়া বাড়াতে পারে। ডা. জনসন বলেছেন, যারা অনেক বেশি মানসিক চাপের মধ্যে থাকেন তাদের অন্ত্রে বৈচিত্র্যময় মাইক্রোবায়োম কম পরিমাণে থাকে।
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অ্যালকোহল ও তামাক আপনার অন্ত্র তথা পেটের জন্য ভালো নয়। এ বিষয়ে  ডা. কৃষ্ণ বলছেন, অনেক বেশি প্রক্রিয়াজাত খাবারে এমন উপাদান থাকে যা আমাদের অন্ত্রে ‘ভালো’ ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে দমন করে কিংবা ‘খারাপ’ ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয়।
এদিকে আপনি বিশ্বের কোথায় আছেন তার উপর নির্ভর করে, আপনি রাস্তার খাবার এড়িয়ে যাবেন কিনা। যদি আপনার দেশ বা শহরে রাস্তার খাবার অস্বাস্থ্যকর উপায়ে বানানো হয়, তাহলে সেই বিক্রেতাদের খাবার খাওয়া এড়িয়ে যেতে হবে। রাস্তা থেকে যদি ফল, শাকসবজি কিনে খাওয়ার আগে তা ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন বিপজ্জনক ভাইরাস বা ব্যাকটেরিয়া এড়ানো যায়।