• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৩৬, হাসপাতালে ভর্তি ৪৪৪

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ১৬:০৮ অপরাহ্ণ
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৩৬, হাসপাতালে ভর্তি ৪৪৪
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬ জনে। বুধবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা, আর এক জন চট্টগ্রাম বিভাগের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৪৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) থেকে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি এলাকায় যথাক্রমে ৮৪ ও ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশালসহ অন্যান্য বিভাগেও ডেঙ্গু রোগী বেড়েছে।বর্তমানে দেশের হাসপাতালে ডেঙ্গু রোগীদের সংখ্যা ৯৭ হাজার ৬০৩ জনে পৌঁছেছে, যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।