• ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে উপহার পাওয়া ফ্ল্যাট নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫, ১৭:৫৮ অপরাহ্ণ
লন্ডনে উপহার পাওয়া ফ্ল্যাট নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। অথচ দুই বছর আগে টিউলিপ দাবি করেছিলেন, তার বাবা-মা তাকে এই ফ্ল্যাট কিনে দিয়েছেন। আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে উপহার পাওয়া ফ্ল্যাটের বিষয়ে অসত্য বলায় পদত্যাগের জন্য ক্রমাগত চাপের মুখে পড়েছেন বাংলাদেশের পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটেনের লেবার পার্টির আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক।
ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা দ্য মেইল অন সানডের সূত্রে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে দুই বছর আগে একাধিকবার প্রশ্ন করা হয় যে তিনি কিভাবে দুই বেডরুমের ওই ফ্ল্যাট পেয়েছেন। জবাবে ফ্ল্যাট উপহার পাওয়ার কথা অস্বীকার করেছিলেন তিনি। এই প্রশ্ন তোলায় পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।
অথচ টিউলিপকে ‘কৃতজ্ঞতা’ স্বরূপ ওই ফ্ল্যাট উপহার দেয়া হয়েছিল বলে লেবার পার্টির সূত্র থেকেও এখন নিশ্চিত করা হয়েছে। গত রাতে ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশে বলেছেন, গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন পদত্যাগ করেন। গ্রেটার লন্ডনের হ্যারো ইস্টের এমপি বব ব্ল্যাকমান বলেন, ওই সম্পত্তির ব্যাপারে টিউলিপ আগে যা বলেছিলেন সে ব্যাপারে অবস্থান পরিস্কার করা উচিত। এটা না করলে তিনি মন্ত্রী থাকতে পারেন না।
ব্রিটেনের স্বরাষ্ট্রবিষয়ক ছায়ামন্ত্রী ম্যাট ভিকার বলেন, সরকারের কোনো সদস্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠা অগ্রহণযোগ্য। আর দুর্নীতিবিরোধী মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আরো অগ্রহণযোগ্য। বিরোধী দলের আরেক এমপি বেন ওবেস-জেকটি বলেন, নতুন এই তথ্য টিউলিপের জন্য আরো বেশি সমস্যাজনক। এখন যখন জানা গেল ওই ফ্ল্যাট কেনা হয়নি বরং উপহার হিসেবে পেয়েছেন; টিউলিপকে আরো বেশি প্রশ্নের জবাব দিতে হবে।