• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ১৫:১১ অপরাহ্ণ
ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ওয়ান ব্যাংক পিএলসি তাদের সেন্ট্রালাইজড সার্ভিস ডেলিভারি ডিপার্টমেন্টে নিয়োগ দেবে। এখানে অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট অফিসার পদে মোট ১৩ জন নতুন জনবল নিয়োগ করা হবে। প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তবে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। ২৫ থেকে ৩২ বছর বয়সী নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল ঢাকা ও চট্টগ্রামে নির্ধারণ করা হবে। চাকরির জন্য মাসিক বেতন হবে ২২ হাজার টাকা। প্রার্থীদের ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রাখা হয়েছে। এই পদটি তরুণ পেশাজীবীদের জন্য তাদের ক্যারিয়ার শুরু করার একটি চমৎকার সুযোগ।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ২৭ জানুয়ারি। চাকরির বিস্তারিত শর্তাবলী জানতে ও আবেদন করতে নির্ধারিত লিঙ্কে ক্লিক করুন। পেশাদার জীবন শুরু করার জন্য এটি হতে পারে আপনার কাঙ্ক্ষিত পদক্ষেপ।