• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চাচার নতুন বুদ্ধি

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ১৪:৫৮ অপরাহ্ণ
চাচার নতুন বুদ্ধি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আমাদের গ্রামে চাচা মানে মজার বাক্স। কোনো কিছু হোক বা না হোক, তার জীবনে সব সময় একটা “নতুন বুদ্ধি” থাকে। একদিন সকালে চাচা ঘোষণা দিলেন, তিনি মাছের ব্যবসা করবেন। আমরা সবাই ভেবেছিলাম, এবার হয়তো গ্রামে একটা বড় মাছের দোকান হবে।
চাচা প্রথমেই একটা পুরনো সাইকেল ঠিক করলেন। তার পেছনে একটা বড় ঝুড়ি বাঁধলেন। ঝুড়ির ওপর লেখা: “তাজা মাছ, চাচার কাছ!” আমরা তো হেসে খুন। গ্রামে কে জানে না যে পাশের পুকুর থেকে মাছ ধরতে গিয়ে চাচা একবার নিজেই জালে আটকে গিয়েছিলেন!
ব্যবসা শুরু হলো। চাচা একদিন সকালে “বড় মাছ” ধরে নিয়ে এলেন। কিন্তু মাছটা এত বড় যে তা ঝুড়িতে ঢুকলো না। তাই চাচা সাইকেলের সামনে একটা রশি দিয়ে মাছ ঝুলিয়ে রাখলেন। রাস্তার মানুষ দেখে ভেবেছিল, চাচা যেন বিজয়ী হয়ে মাছ শো করাতে বেরিয়েছেন। সবাই থেমে থেমে বলছিল, “চাচা, মাছটা তো বেশ তাজা দেখাচ্ছে!” চাচা গর্ব করে বললেন, “তাজা না, এটা তো আমার সাইকেলের বিজ্ঞাপন!”শেষমেশ, মাছ বিক্রির বদলে চাচা গ্রামে “মাছের বিজ্ঞাপন চাচা” নামে পরিচিত হয়ে গেলেন। তার ব্যবসা চললো না, কিন্তু গল্পটা গ্রামে হাসির বন্যা বয়ে নিয়ে এল!

গ্রন্থনা – ইলহাম জামান রূপম