জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সংলাপে অংশ নিচ্ছে বিএনপি। দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিএনপির প্রতিনিধিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সংলাপে যোগ দিতে সালাউদ্দিন আহমেদ গুলশানের বাসা থেকে রওনা দিয়েছেন।
বৈঠকটি ছাত্র-জনতার অভ্যুত্থান ইস্যুতে ঘোষণাপত্র তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৈঠক আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতে নিশ্চিত করে। এর আগে সংলাপে বিএনপির অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তারা অংশ নিচ্ছে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বৈঠক চলবে, যেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, মঙ্গলবার উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার জন্য এই সর্বদলীয় সংলাপের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক সমঝোতার এ ধাপকে অনেকে দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।