• ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন দ্রুত হওয়া কথা বললেই সমালোচনার অন্তর্ভুক্ত হতে হয় আমার

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১৬:৫৪ অপরাহ্ণ
নির্বাচন দ্রুত হওয়া কথা বললেই সমালোচনার অন্তর্ভুক্ত হতে হয় আমার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচন দ্রুত হওয়া দরকার।” তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৫ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। দ্রুত নির্বাচন না হলে দেশ আরও অস্থিরতার দিকে যেতে পারে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হলে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ২৪-এর ছাত্রজনতার গণঅভ্যুত্থান ও ৬৯-এর স্বৈরশাসক পতনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানালেও কাঙ্ক্ষিত লক্ষ্য এখনও পূরণ হয়নি।
মির্জা ফখরুল আরও বলেন, জনগণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র চায়, যেখানে তাদের ভোটাধিকার ও ন্যায়বিচারের অধিকার সুরক্ষিত থাকবে। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘ সংস্কার প্রক্রিয়ার অজুহাতে নির্বাচন দেরি করা উচিত নয়। কারণ, এতে জনগণের প্রত্যাশা ও চাহিদা আরও বঞ্চিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর লেখাপড়ার সংকট, স্বাস্থ্য ব্যবস্থার ভেঙে পড়া, এবং প্রশাসনের দলীয়করণের প্রসঙ্গ টেনে তিনি জানান, দ্রুত নির্বাচনের মাধ্যমেই এই সমস্যাগুলোর সমাধান সম্ভব।
শহীদ আসাদ প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাসে আসাদ অমর হয়ে থাকবেন। ফখরুল আরও যোগ করেন, একটি কার্যকর গণতান্ত্রিক নির্বাচন কেবল একটি দলকে ক্ষমতায় আনাই নয়, বরং গণতান্ত্রিক পথে ফিরে আসার সুযোগ তৈরি করবে। আলোচনায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং বিএনপির শীর্ষ নেতারা।