বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের শান্তি এবং স্বাধীনতা নিশ্চিত করতে যুদ্ধ এখনও শেষ হয়নি। তিনি দাবি করেছেন, চাঁদাবাজি, দখলদারি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে, নাহলে শহীদদের রক্ত বৃথা যাবে। শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগরের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে একত্রিত হয়ে বাংলাদেশকে মুক্ত করতে হবে।
ডা. শফিকুর রহমান সরকারের সমালোচনা করে বলেন, তাদের ক্ষমতা দিয়ে দেশ পরিচালনার পরিবর্তে রাজনৈতিক প্রতিপক্ষদের নিপীড়ন করা হয়েছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের পরও তারা মনে করেছে ক্ষমতার একচ্ছত্র অধিকার তাদের। তিনি আরও দাবি করেন, ক্ষমতা থাকলে সরকার দেশের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড চালাতে পারতো না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা শহীদ হয়েছেন তারা জাতির বীর, তাদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে।
রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনটি ১৫ বছর পর অনুষ্ঠিত হয় এবং দুপুর ১১টার মধ্যে মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। পুরো সম্মেলনটি নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়।