সব জিম্মির মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে বললেন ট্রাম্প
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১৯:৪৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পশ্চিম তীরে হামলা চালানোর পর হামাস তাদের হাতে আটক জিম্মিদের মুক্তির সময়সূচি স্থগিত ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, হামাস যদি শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে তিনি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি বাতিল করার প্রস্তাব দেবেন। এরপর গাজা “জাহান্নাম” হয়ে যাবে, এমন তীব্র হুঁশিয়ারি দেন ট্রাম্প।
ট্রাম্প আরও বলেন, “আমি চাই সব বন্দি একসঙ্গে মুক্তি পাক, ধাপে ধাপে নয়। আমরা সবাইকে ফিরিয়ে আনতে চাই।” এই মন্তব্যটি তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ওয়াশিংটনে বৈঠকের পর করেছিলেন। সেখানে, ট্রাম্প গাজার ২২ লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসিত করার প্রস্তাবও দেন। তবে, মিশর এবং জর্ডান—ইসরায়েলের আরব প্রতিবেশী দেশগুলো মনে করছে, ফিলিস্তিনিদের স্থানান্তর কোনোভাবেই অঞ্চলটিতে অস্থিতিশীলতা বাড়াবে।
ফিলিস্তিনিদের গাজার মাটি থেকে চলে যাওয়ার পরিকল্পনার বিরুদ্ধে ট্রাম্প বলেন, “তারা আর সেখানে ফিরতে পারবে না, কারণ তারা আরও উন্নত এবং ভালো আবাসন পাবে।” এ ধরনের মন্তব্যের পর, পশ্চিম এশিয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।