• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওথেরাপির চার্ট রাউন্ড চালু

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫, ২০:২৫ অপরাহ্ণ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওথেরাপির চার্ট রাউন্ড চালু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চিকিৎসাসেবার গুণগত মান রক্ষায় দেশে প্রথমবার মতো রেডিওথেরাপির চার্ট রাউন্ড চালু করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে আয়োজিত এক অনুষ্ঠানে বিএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রেডিওথেরাপির চার্ট রাউন্ড-এর উদ্বোধন করেন।
চার্ট রাউন্ড হলো নিয়মিত বৈঠক, যেখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা একসাথে বসে চিকিৎসা পরিকল্পনা পর্যালোচনা করেন। এতে শুরুতেই সম্ভাব্য ভুল ধরা যায়। একই সঙ্গে প্রমাণভিত্তিক নিয়ম মেনে চলার পাশাপাশি চিকিৎসা আরও ভালো করার সুযোগ তৈরি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে প্রতিটি রেডিওথেরাপি রোগীর চিকিৎসা শুরুর আগে ট্রিটমেন্ট প্ল্যানিং সম্পন্ন করতে নিয়মিত চার্ট রাউন্ডের মাধ্যমে ক্লিনিক্যাল অনকোলজিস্ট, মেডিকেল ফিজিশিস্ট ও টেকনোলজিস্টরা বসে যাচাই-বাছাই করবেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অনলাইনেও এতে যুক্ত হতে পারবেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শাহিনুল আলম বলেন, রেবোটিক রেডিওথেরাপি স্থাপন করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। আগামীতে বিএমইউ ক্যান্সার ইনস্টিটিউট স্থাপন ও প্রোটন থেরাপি চালু করা হবে। ক্যান্সার বিষয়ে শিক্ষা, গবেষণা ও সেবাসহ সকল ক্ষেত্রেই ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ বাংলাদেশে নেতৃত্ব দিবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন বলেন, চার্ট রাউন্ড রোগীর চিকিৎসার গুণগত মান রক্ষায় সাহায্য করবে। রোগী ব্যবস্থাপনার মানোন্নয়ন, দলবদ্ধ চিকিৎসা নিশ্চিত করা, চিকিৎসা ত্রুটি হ্রাস করা, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ এবং মেডিকেল নথি সঠিক ও আপডেট রাখাসহ নানা বিষয়ে চার্ট রাউন্ডের অপরিসীম ভূমিকা রয়েছে। এটি রোগীসেবার মানোন্নয়নের একটি অপরিহার্য প্রক্রিয়া, যা চিকিৎসা ব্যবস্থাপনায় দলগত সমন্বয়, নির্ভুলতা এবং গুণগত মান নিশ্চিতে বিরাট ভূমিকা রাখে।