• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৯ জেলায় দুপুরে ঝড়বৃষ্টি আঘাত হানতে পারে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
৯ জেলায় দুপুরে ঝড়বৃষ্টি আঘাত হানতে পারে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকাসহ দেশের নয় জেলায় দুপুরের মধ্যে ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। এ সময় বজ্রপাতসহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কাও রয়েছে। দুপুর ১টা পর্যন্ত এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অনেক জায়গায়ই বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দমকা হাওয়াও বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ফলে সারাদেশের সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদফতর।