• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ১৭:৫০ অপরাহ্ণ
ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে সানজিদা (৮) ও সামিরা (৭) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আশুলি গ্রামের মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা স্থানীয় মো. আলাউদ্দিনের মেয়ে এবং সামিরা তার ভাই মো. মোসলেউদ্দিনের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাদরাসা থেকে ফিরে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এসময় একজন হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।