• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল জেলায় নারী এসপি, ‍উপজেলায় ইউএনও

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ণ
বরিশাল জেলায় নারী এসপি, ‍উপজেলায় ইউএনও
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
বরিশাল জেলার এসপি (পুলিশ সুপার) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে নিয়োগ পেয়েছেন দুই নারী। বরিশাল জেলার প্রথম নারী এসপি ফারজানা ইসলাম। বরিশাল সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ। বরিশালে পোস্টিং-এর আগে ফারজানা ইসলাম রাজশাহী পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন। মানজুরা মুশাররফ সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেনরাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়।
ফারজানা ইসলাম ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগদান করেন। গতবছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন ফারজানা ইসলাম। এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ‍এ পর্যন্ত তিনি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
‍এদিকে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে বরিশাল সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মানজুরা মুশাররফ-কে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে তিনি বিভাগীয় শহর বরিশাল সদর উপজেলার তিনি দ্বিতীয় নারী ইউএনও।