• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চরকাউয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য মিছিল

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১৬:৫৪ অপরাহ্ণ
চরকাউয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য মিছিল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শনিবার (৮ নভেম্বর) সকালে এ উপলক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী অ্যাডভোকেট কাজী মোখলেছুর রহমান।
মিছিলটি জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয় এক সংক্ষিপ্ত সমাবেশে। এতে অংশগ্রহণ করেন ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুরো এলাকা তখন স্লোগান, ব্যানার ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের উদ্দীপনা ও ঐক্যবদ্ধ উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
সমাবেশে অ্যাডভোকেট কাজী মোখলেছুর রহমান বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস।” তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি এবং থাকব।”