• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সদর-০৫ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের ফুলেল শুভেচ্ছা

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১৬:৫৮ অপরাহ্ণ
বরিশাল সদর-০৫ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের ফুলেল শুভেচ্ছা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশাল সদর-০৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানায় বরিশাল সদর উপজেলা যুবদল। শনিবার দুপুরে তার নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন মো. আলী হায়দার, সদস্য সচিব, বরিশাল সদর উপজেলা যুবদল। এ সময় বিভাগীয়, মহানগর ও জেলা বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র পরিবেশ ছিল উৎসবমুখর ও উচ্ছ্বাসে ভরা, যেখানে নেতাকর্মীরা নিজেদের প্রার্থীকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানান। তারা বলেন, আগামীর নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপস্থিত সকলেই একসঙ্গে অঙ্গীকার করেন—গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এই যাত্রায় তারা সর্বশক্তি নিয়োগ করবেন।