বরিশালে প্রথমবারের মতো হাটু না কেটে লিগামেন্ট ইনজুরির চিকিৎসা
দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১৬:৪৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশালে প্রথমবারের মতো হাঁটু না কেটে লিগামেন্ট ইনজুরির অপারেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে আর্থোস্কোপিক মেশিন ব্যবহার করে এ সফল অস্ত্রোপচার করেন অর্থোপেডিক ও আর্থোপ্লাস্টিক সার্জন ডা. রিয়াজ মৃধা। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ও অঞ্চলের খ্যাতনামা সার্জন।
দীর্ঘদিন ধরে বরিশালের অনেক রোগী হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ বিভিন্ন জটিলতায় ভুগলেও এ ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি এখানকার নাগালের বাইরে ছিল। দক্ষ সার্জন ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে রোগীদের বেশিরভাগকেই ঢাকায় যেতে হতো। ডা. রিয়াজ মৃধা ঢাকা থেকে সংগ্রহ করা আর্থোস্কোপিক মেশিনের সাহায্যে নগরীর বান্দ রোডের একটি হাসপাতালে সফলভাবে হাঁটু না কেটেই লিগামেন্ট ইনজুরির অপারেশন সম্পন্ন করেন। রোগী অলি প্যাদা বর্তমানে সুস্থ আছেন বলে তিনি জানান।
ডা. রিয়াজ যুগান্তরকে জানান, “বরিশালে বর্তমানে দুজন চিকিৎসক এই মেশিনে প্রশিক্ষণপ্রাপ্ত হলেও শের-ই-বাংলা মেডিকেল কলেজের মেশিনটি দীর্ঘদিন অচল। পরিচালক নতুন মেশিন আনার আশ্বাস দিয়েছেন।” তিনি আরও বলেন, “ঢাকায় যেখানে এই সার্জারির খরচ প্রায় দুই লাখ টাকা, বরিশালে তা এক লাখ টাকার মধ্যে সম্ভব। সরকার যদি দ্রুত নতুন মেশিন সরবরাহ করে, তবে এই অঞ্চলের রোগীরা স্বল্প খরচে উন্নত চিকিৎসা পাবেন এবং দরিদ্র রোগীরাও উপকৃত হবেন।”