• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-বিজেপি সংঘর্ষে ভোলা রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ১৯:৪৩ অপরাহ্ণ
বিএনপি-বিজেপি সংঘর্ষে ভোলা রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত
সংবাদটি শেয়ার করুন...
ভোলা প্রতিনিধি:
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বিএনপির কর্মীদের মধ্যে দফায়দফায় সংঘর্ষের ঘটনায় ভোলা রনক্ষেত্রে পরিণত হয়েছে। ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। গুরুতর আহতদের ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জেলা শহরের নতুনবাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে।
সরেজমিনে জানা যায়, বিএনপি ও বিজেপির পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহরে উত্তেজনা বিরাজ করছিল। বেলা পৌনে ১২টার দিকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জেলা জাতীয় পার্টির নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বরিশাল দালান মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর তারা কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে। অন্যদিকে, সকাল থেকে মহাজনপট্টিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী একটি মিছিল নিয়ে বের হন। মিছিলটি বাংলাস্কুল মোড় ঘুরে কাবিল মসজিদ মোড় হয়ে নতুনবাজার প্রেসক্লাবের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন, যা প্রায় আধাঘণ্টা ধরে চলে। এ সময় বোমা সদৃশ বিস্ফোরণের শব্দও শোনা যায়।
এ ঘটনায় ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে আমরা প্রচারণা চালাচ্ছি। আজকে আমাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ শেষে দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। হঠাৎ বিএনপির একটি গ্রুপ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়, যা আমাদের দীর্ঘদিনের ঐক্য নষ্ট করার অপচেষ্টা। তাদের হামলায় আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন। বিনা উসকানিতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের হ্যাঁ/না ভোটের দাবিসহ নির্বাচনে বিলম্ব ঘটানোর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম। বিজেপির মিছিল শেষে আমাদের মিছিল শুরু হয়। নতুনবাজার এলাকায় মুখোমুখি হলে আমরা পিছু হটতে বলি। পরে কে বা কারা ঢিল ছোড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়। আমাদের নেতাকর্মীদের ওপর তারা হামলা চালিয়েছে। আমরা চাই রাজনীতি শান্তিপূর্ণ ধারায় চলুক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।