• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংঘর্ষের জেরে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ণ
সংঘর্ষের জেরে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ভোলায় বিএনপি ও বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সাময়িকভাবে সদর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
শনিবার (১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে। একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু অসুস্থ থাকায় মনিরুল হাসান বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।