• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন নির্বাচনে তিন আসনে লড়বেন খালেদা জিয়া

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫, ১৮:৫৬ অপরাহ্ণ
আসন্ন নির্বাচনে তিন আসনে লড়বেন খালেদা জিয়া
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রার্থী হবেন। রোববার বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন উদযাপন করতে যাচ্ছি। এই নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী তালিকা প্রায় ২৩৭ আসনের জন্য প্রকাশ করা হলো।
তিনি আরও বলেন, যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেগুলোর সমন্বয় বিএনপি করবে। দলীয় সমন্বয় নিশ্চিত করার মাধ্যমে নির্বাচনে এক সুসংগঠিত এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।