• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা নাহিদের

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ১৭:৩২ অপরাহ্ণ
এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা নাহিদের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এনসিপি সারাদেশের ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে। বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছি। তবে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বিশেষ করে খালেদা জিয়ার নেতৃত্বে যারা সংগ্রাম করেছেন—তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু আসনে প্রার্থী না-ও দিতে পারি।” তিনি আরও বলেন, এনসিপি শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেবে।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তনের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “দেশে নির্বাচনের সংস্কৃতি এমনভাবে গড়ে উঠেছে যে অর্থবিত্ত ও প্রভাবশালী গোষ্ঠীই প্রার্থী হতে পারে। আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানাতে চাই। সাধারণ মানুষের প্রতিনিধি, এলাকার গ্রহণযোগ্য ব্যক্তি—তাদের সংসদে পাঠাতে চাই।” তিনি আরও জানান, রাজনৈতিক বা আদর্শিক সমঝোতার ভিত্তিতে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। জুলাই সনদের সংস্কারমূলক দাবির সঙ্গে যদি অন্য কোনো দল একমত হয়, তবে এনসিপি জোটে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে। আগামী ১৫ নভেম্বরের মধ্যেই দলের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলেও তিনি জানান।