বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর নাজিরমহল্লা থেকে হাসপাতাল রোড হয়ে জেলেবাড়ীর পোল পর্যন্ত এই কর্মসূচি চলে।
গণসংযোগে অংশ নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো ৩১ দফা বাস্তবায়ন। তিনি আরও বলেন, “আমরা জনগণের মুক্তির আন্দোলনে আছি এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।”