• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ত্যাগের ঘোষণা করলেন নাহিদ ইসলাম

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১৯:০৭ অপরাহ্ণ
১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ত্যাগের ঘোষণা করলেন নাহিদ ইসলাম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় আসার লক্ষ্য রেখেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এই সময়ের মধ্যে যদি তারা সফল না হয়, তবে রাজনীতি ছেড়ে দেবেন। এ সময়ে এনসিপি তাদের প্রথম নির্বাচনে ৩০০ আসনে অংশগ্রহণের পরিকল্পনাও ঘোষণা করেছে।
নাহিদ ইসলাম একটি সাক্ষাৎকারে বলেন, “আমরা ১০ বছরের লক্ষ্য স্থির করেছি। আশা করি এই সময়ের মধ্যে আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে প্রতিষ্ঠিত হবো, ক্ষমতায় আসবো এবং সরকার গঠন করতে সক্ষম হবো।” তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা এবং পরিকল্পনার মাধ্যমে এনসিপি এই পথ চলা শুরু করেছে।
তিনি দলের অগ্রগতি তুলে ধরে জানান, মাত্র কয়েক মাসের মধ্যে দল ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নাহিদ বলেন, “গণঅভ্যুত্থান আমাদেরকে ১০-১৫ বছর এগিয়ে দিয়েছে। এখন বাকিটা আমাদের দক্ষতা, সততা, নিষ্ঠা এবং নেতৃত্বের উপর নির্ভর করছে। জনগণ আমাদের এই দায়িত্ব দিয়েছে এবং আমরা সেই সুযোগে আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই।”