• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ: কার পাল্লা ভারী!

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১০, ২০২১, ২২:০২ অপরাহ্ণ
ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ: কার পাল্লা ভারী!
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক

কোপা আমেরিকা অথবা বিশ্বকাপ ফুটবল, সব টুর্নামেন্টেই ফুটবলপ্রেমীদের একটা আশা থাকে। সেটি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা মুখোমুখি হবে। ফুটবলপ্রেমীদের স্বপের সেই ম্যাচটিরই মঞ্চ প্রস্তুত কোপা আমেরিকায়।

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ দিয়ে পর্দায় নামতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। করোনার প্রকোপের মাঝেও সফলভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে স্বাগতিক দেশ ব্রাজিল। আগামীকাল রবিবার (১০ জুন) সকাল ৬টায় শিরোপা লড়াইয়ে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা।

টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক ম্যাচে ১১১ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে ৪৬ বার জয় পেয়েছে ব্রাজিল, ৪০টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে। ২৫টি ম্যাচ ড্র হয়েছে। মুখোমুখি সাক্ষাতে ১৬৭টি গোল করেছে আর্জেন্টিনা। ব্রাজিল করেছে ১৭৭টি গোল। শেষ ২০ বারের দেখায় ব্রাজিলর জয় ১১ বার জয় পেয়েছে। আর্জেন্টিনার জয় ৬ বার জয় পেয়েছে। দুই দল ড্র করেছে ৩ বার।

এখন পর্যন্ত ১৪বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।ইকুয়েডারকে হারিয়ে ফাইনালে উঠেছে নেইমারের ব্রাজিল। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। বাংলাদেশের ফুটবল ভক্তদের বড় অংশই এই দুই দেশের সমর্থক। বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো আসর চলাকালীন সময়ে ফুটবল ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা কাজ করে। ফাইনালে ম্যাচে এই উত্তেজনার পারদ আরও উত্তপ্ত হবে তাতে কোন সন্দেহ নেই।