• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২০, ২০:১৭ অপরাহ্ণ
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন ও বরিশাল নিউজ এডিটরর্স কাউন্সিল-এর সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে  মামলা দায়ের করায় উদ্বেগ প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সকল সদস্যদের পক্ষে প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সহ-সাধরণ সম্পাদক মো. মিজানুর রহমান এক বিবৃতিতে মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে তার কোন সত্যতা নেই। আমরা মনে করি প্রতিহিংসামূলকভাবে মামলাটি দায়ের করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত হয়রানিমূলক এই মামলা অনতিবলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাই। একই সাথে মিথ্যা অভিযোগে মামলা করায় অভিযোগকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর পাঠাগার সম্পাদক মো. রুবেল খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।