• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আইভরি কোস্টে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২১, ১৯:৪৫ অপরাহ্ণ
আইভরি কোস্টে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

আইভরিকোস্টের উত্তরাঞ্চলে প্রতিবেশী বুরকিনা ফাসোর সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রুর সবাই নিহত হয়েছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) হেলিকপ্টারটি ওই অঞ্চলে একটি নজরদারি মিশনে নিয়োজিত ছিল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রয়টার্সের খবরে বলা হয়, হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়। আইভরিকোস্টের সঙ্গে স্থল সীমান্ত আছে বুরকিনা ফাসোর।

গত বছর জঙ্গিরা বুরকিনা ফাসোয় বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছিল। এরপর থেকে দেশটি নিরাপত্তাহীনতার ‘হটস্পটে’ পরিণত হয়। বুরকিনা ফাসোয় তৎপর জঙ্গিদের সঙ্গে আলকায়েদার সম্পর্ক আছে বলে ধারণা করা হয়।