Home অন্যান্য করোনা ভাইরাস করোনায় বরিশালে নতুন আক্রান্ত ২৬ জন

করোনায় বরিশালে নতুন আক্রান্ত ২৬ জন

দখিনের সময় ডেস্ক : 

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ‍একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৬৪ জন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ‍একজন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ‍একজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ‍একজন বরিশাল জেলার। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭১ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৪৭ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৬৪ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫৩৪ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৬ জন নিয়ে ১৮ হাজার ১১৮ জন, পটুয়াখালীতে নতুন ২ জন নিয়ে ৬ হাজার ১৫৭ জন, ভোলায় নতুন ১১ জনসহ ৬ হাজার ৭৪৭ জন, পিরোজপুরে নতুন ৩ জনসহ ৫ হাজার ২২৩ জন, বরগুনায় নতুন ৩ জনসহ ৩ হাজার ৮১৫ জন ও ঝালকাঠিতে নতুন ১ জন নিয়ে ৪ হাজার ৫৮৭ জন রয়েছেন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ‍একজনের ও করোনা ওয়ার্ডে ‍একজনের মৃত্যু হয়েছে।  যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৫৩ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৪১৯ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৫৩ জনের মধ্যে ৭ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪ জন ও করোনা ওয়ার্ডে ২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৪১ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জন করোনা ওয়ার্ডে ও ১৯ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে ২১৫ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৩ দশমিক ৭২ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments