• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় ট্রাক এনে স্বর্ণের দোকানে চুরি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় ট্রাক এনে স্বর্ণের দোকানে চুরি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি স্বর্ণের দোকানে সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার সোনা রুপা খোয়া গেছে বলে দাবি করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আগৈলঝাড়ার বাশাইল বাজারে অবস্থিতবিশ্বজিৎ জুয়েলার্সে ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, চোরেরা একটি ট্রাক নিয়ে এসে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সময় তারা দোকানে রাখা প্রায় দুই ভরি সোনা রুপা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সোমবার সকালে দোকান খুলতে গিয়ে মালিক বিপ্লব মল্লিক ভেতরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান এবং পরে চুরির বিষয়টি নিশ্চিত হন।
বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ বিশ্লেষণের মাধ্যমে চোরচক্রকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।