নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাথাবিহীন অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
পুলিশ জানায়, মঙ্গলবার (সকাল ৮টা) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের একটি সড়কের পাশে পড়ে থাকা মরদেহটি প্রথমে স্থানীয়রা দেখতে পান। পরে তারা আড়াইহাজার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর পরিচয় গোপন করতে দুর্বৃত্তরা নিহত যুবকের মাথা কেটে নিয়ে গেছে। নিহতের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। একই সঙ্গে মরদেহের মাথা উদ্ধার, হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।