• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদকের টাকা না পেয়ে বাবার ওপর হামলা, ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫, ১৮:৩০ অপরাহ্ণ
মাদকের টাকা না পেয়ে বাবার ওপর হামলা, ছুরিকাঘাতে ছেলের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে মাদকের টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবার বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সফিক হাওলাদার (২৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। একাধিকবার পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মাদকসংক্রান্ত মামলায় কারাভোগের পর চলতি মাসের ১০ ডিসেম্বর বাড়ি ফেরেন সফিক। এরপর থেকেই তিনি বাবার কাছে বারবার মাদকের টাকা দাবি করে আসছিলেন। সোমবার দুপুরে টাকা দিতে অস্বীকৃতি জানালে সফিক বাবা হারুন হাওলাদারকে মারধর করেন। একপর্যায়ে হারুন হাওলাদার কাঁচা মরিচ কাটার একটি ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে মারা যান।
নিহতের মা রাশেদা বেগম জানান, সফিক ছিল তাদের একমাত্র সন্তান এবং মাদকের কারণে পুরো পরিবার দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিল। তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক সহিংসতার একপর্যায়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।