টানা গরমের পর বঙ্গোপসাগরে নিম্নচাপে বরিশালসহ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিসহ দমকা ঝোড়ো হাওয়া বইছে। টানা বৃষ্টিতে নদ-নদীতে পানি বেড়ে পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।
সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল হয়ে ওঠায় উপকূলের জেলেদের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত রোববার থেকে দেশের উপূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হওয়া আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অব্যাবহ রয়েছে।
আবহাওয়া বিভাগ বলছে, বরিশাল এলাকাসহ উপকূলী অঞ্চলে গত চব্বিশ ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় অধিক জলোচ্ছ্বাস হতে পারে। এতে নিম্নাঞ্চল আরও প্লাবিত হতে পারে। এসময় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বঙ্গোপসাগর তিন দিন ধরে খুবই উত্তাল রয়েছে। এ কারণে টিকতে না পেরে সাগরে অবস্থান করা কয়েক হাজার মাছ ধরা ট্রলার পাথরঘাটা, বরগুনা, মহিপুর, সুন্দরবনের দুবলা, কটকা, মেহেরআলীর চর, শরণখোলা, বাগেরহাটে আশ্রয় নিয়েছে।