• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তা রানীর অনশন সফল, বিয়ে হলো প্রেমিকের সাথে

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২২, ২২:৩২ অপরাহ্ণ
মুক্তা রানীর অনশন সফল, বিয়ে হলো প্রেমিকের সাথে
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

‘প্রেমিকের বাড়িতে সাত দিন ধরে অনশনে তরুণী, আত্মগোপনে প্রেমিক’ শিরোনামে দখিনের সময়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় । পটুয়াখালীর দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে থাকা সেই মুক্তা রানীকে মেনে নিয়েছে প্রেমিকের পরিবার। ধর্মীয় নিয়মকানুন মেনে প্রেমিক অসীম কুমারের উপস্থিতিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মুক্তা রানীকে শাঁখা-সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়নের অনিল সরকারের ছেলে অসিম কুমার সরকারের সঙ্গে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের সুভাষ হালদারের তরুণী কন্যা মুক্তা রানীর বছর দুয়েক আগে থেকে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে তা অনৈতিক সম্পর্কে গড়ায়। প্রায় দুই বছর ধরে প্রেমিকা বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ধূর্ত অসীম সরকার নানা টালবাহানার পর গা ঢাকা দেন এবং সব যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে নিরুপায় হয়ে প্রেমিকা মুক্তা রানী বিয়ের দাবিতে প্রেমিক অসিম সরকারের মুরাদিয়া গ্রামের বাড়িতে এসে অবস্থান নেন।

অনশনে থাকাকালীন দখিনের সময়ে প্রকাশিত নিউজ লিংকঃ  http://shorturl.at/bswA0