• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কোটি টাকা দুর্নীতির অভিযোগে পৌর মেয়র তাজকিন বরখাস্ত

দখিনের সময়
প্রকাশিত জুন ১৫, ২০২২, ২০:৪৪ অপরাহ্ণ
কোটি টাকা দুর্নীতির অভিযোগে পৌর মেয়র তাজকিন বরখাস্ত
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে একক ক্ষমতাবলে পানির বিল মওকুফ, হাট-বাজারের ইজারা বকেয়া, পৌরকর মওকুফের অভিযোগ রয়েছে।

আজ বুধবার (১৫ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে তাজকিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ এবং দুদককে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বরখাস্তের আদেশে বলা হয়, সাতক্ষীরা পৌরসভার মেয়র মো. তাজকিন আহমেদ বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করে ২০১৬ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ৫৮ লাখ ১৯ হাজার ৭০১ টাকা পানির বিল মওকুফ, পৌরসভার হাট-বাজার ইজারা বাবদ ৬৬ লাখ ৩৯ হাজার ৫৫১ টাকা বকেয়া রাখা, আয়কর বাবদ ৩৬ লাখ ৭০ হাজার ৯৭০ টাকা আদায় ও সরকারি খাতে জমা দেননি বলে অভিযোগ উঠে। তাজকিন আহমেদের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।