চিন্ময় দাস গ্রেফতার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ণ
বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাস
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশে ইসকনের সাবেক সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) ব্রিফিংয়ে মার্কিন উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “যারা অপরাধে অভিযুক্ত তাদেরও ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং মৌলিক মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা প্রতিটি সরকারের দায়িত্ব।”
এক সাংবাদিক বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত সহিংসতা ও চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। জবাবে প্যাটেল বলেন, “আমাদের সম্পর্ক থাকা প্রতিটি সরকারের সঙ্গে আমরা মানবাধিকার রক্ষায় কাজ করি। আইনের শাসন বজায় রাখা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা অপরিহার্য।” চিন্ময় দাসের আইনজীবীর ওপর হামলার বিষয়টি উল্লেখ করলে প্যাটেল আরও জানান, “আমাদের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য নেই, তবে আমরা জোর দিয়ে বলছি, অভিযুক্তদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।”
প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলায় ২৫ নভেম্বর বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন চিন্ময় দাস। তার গ্রেফতারকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে বিশেষত মানবাধিকার রক্ষার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।