ছারছীনা দরবার শরীফের বর্তমান পীর ছাহেব আলহাজ মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলায় সফরকালে তিনি ছারছীনা দরবার শরীফে উপস্থিত হন। দরবার শরীফের মরহুম পীর ছাহেবদের মাজার শরীফে জিয়ারত শেষে তিনি জোহর নামাজ আদায় করেন এবং দরবারের বর্তমান গদ্দীনশীন পীর ছাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান মরহুম পীর বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুতবুল আলম মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, পীর ছাহেবের অবদান শুধু ছারছীনা দরবার নয়, গোটা সমাজকেই আলোকিত করেছে। এসময় তিনি বর্তমান পীর ছাহেবের নিকট দরবার শরীফের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং তাদের দোয়া কামনা করেন।
এই সফরে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উভয় পক্ষই বাংলাদেশের ইসলামিক শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন নিয়ে আলোচনা করেন।