Home রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৩ পরিবারের সহায়তা দিল জামায়াত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৩ পরিবারের সহায়তা দিল জামায়াত

দখিনের সময় ডেস্ক:
বরগুনার শহীদ তিন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক শহীদ পরিবারের হাতে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার আমির অধ্যাপক মাও. মো. মহিব্বুল্লাহ হারুন।
এ সময় বক্তারা উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশেই অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন। বরগুনায় ১০ জন শহীদ হয়েছেন, তাদের মধ্যে তিন পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তার মাধ্যমে জামায়াত ইসলামী শহীদ পরিবারের জীবনমান উন্নয়নে অবদান রাখতে চায়। সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে ছিলেন মো. বাবুল মিয়া, মো. সিরাজুল ইসলাম ও মো. আবুল বাশারের পরিবারের সদস্যরা।
সহায়তা প্রদান অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতা এবং ছাত্র শিবিরের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতে সকল শহীদ পরিবারের সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা সহ বিভিন্ন স্থানে বরগুনার ১০ জন শহীদ হন, এছাড়াও আহত হন ৮৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তালিকায় নাম না থাকায় প্রধান উপদেষ্টার বৈঠকে ঢুকতে পারেননি কর্নেল অলি

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। ঢোকার মুখে রাজনীতিবিদদের যে তালিকা দেয়া ছিল,...

৭৩ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ পলাতক ৭শ’

দখিনের সময় ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারাগার থেকে পলাতক দু’হাজারের অধিক বন্দির মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে ৭০০ আসামি। এরমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন ৭৩ জন।...

প্রধান ‍উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক, দেশের প্রশ্নে সবাই এক থাকার প্রত্যয়

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আলোচনায় মূল সূর ছিল, আমাদের মধ্যে মত-পথ-আদর্শ ভিন্ন থাকবে। রাজনীতিতে ভিন্ন থাকবে। দেশ,...

স্বর্ণ প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: বরিশালে স্বর্ণ প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে কাউনিয়ার টেক্সটাইল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে...

Recent Comments