বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৩ পরিবারের সহায়তা দিল জামায়াত
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরগুনার শহীদ তিন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক শহীদ পরিবারের হাতে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার আমির অধ্যাপক মাও. মো. মহিব্বুল্লাহ হারুন।
এ সময় বক্তারা উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশেই অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন। বরগুনায় ১০ জন শহীদ হয়েছেন, তাদের মধ্যে তিন পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তার মাধ্যমে জামায়াত ইসলামী শহীদ পরিবারের জীবনমান উন্নয়নে অবদান রাখতে চায়। সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে ছিলেন মো. বাবুল মিয়া, মো. সিরাজুল ইসলাম ও মো. আবুল বাশারের পরিবারের সদস্যরা।
সহায়তা প্রদান অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতা এবং ছাত্র শিবিরের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতে সকল শহীদ পরিবারের সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা সহ বিভিন্ন স্থানে বরগুনার ১০ জন শহীদ হন, এছাড়াও আহত হন ৮৩ জন।