• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২১, ২১:১৫ অপরাহ্ণ
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদের ওপর স্থানীয়দের হামলায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার স্থানীয় লোকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এই হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে ছাত্রদের ওপর হামলা চালানো হয়।

শুক্রবার (১৯ ফেব্রুযারি) সন্ধ্যায় গেরুয়া বাজারে এ ঘটনা ঘটে। এর পাশাপাশি শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনার সূত্রপাত। কয়েকজন ছাত্র আহত হয়েছে, গেরুয়ার মেসগুলোতে ছাত্রদের আটকে রাখা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।