• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাপের মাধ্যমে ইয়াবা বিক্রি, ডিবির হাতে ধরা পড়েও ছাড়া পেয়েছিলো আবদুল করিম

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২১, ১২:০৪ অপরাহ্ণ
অ্যাপের মাধ্যমে ইয়াবা বিক্রি, ডিবির হাতে ধরা পড়েও ছাড়া পেয়েছিলো আবদুল করিম
সংবাদটি শেয়ার করুন...

দাখিনের সময় ডেক্স:

নানান কৌশলে বিক্রি করা হচ্ছে মরন নেশা ইয়াবা ট্যাবলেট। এমন কি অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ইয়াবা বিক্রি করা হচ্ছে। এ অভিযোগে মাদক কারবারি আবদুল করিমকে চট্টগ্রামের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আবদুল করিম কয়েকদিন আগেও সাউন্ড বক্সের মাধ্যমে ছয় হাজার পিস ইয়াবা পাচারকালে ডিবির হাতে গ্রেপ্তার হয়েছিল। জামিনে এসে পুনরায় ইয়াবা পাচারকালে আজ আবার গ্রেপ্তার হয়। এ ছাড়া আসামির ভাই আবদুল খালেক প্রকাশ বাবলা ১১ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ কক্সবাজারের রামুতে গ্রেপ্তার হয়েছিলেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে নিউমার্কেট মোড়ের কাছ থেকে আবদুল করিমকে (৩৯) আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ২৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। ওসি আরও জানান, আবদুল করিম ইলেকট্রনিক্সের ব্যবসা করে বলে জানা গেছে। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করেন। এরপর ইয়াবা ক্রেতাদের সাথে একাধিক অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। এভাবেই ইয়াবা কারবারি চালাচ্ছিল করিম।

আবদুল করিম হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমু, টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করে ইয়াবা বিক্রি করতেন। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়া ও সহজে যোগাযোগ করে ইয়াবা বিক্রয় করার জন্য অ্যাপ ব্যবহার করতেন। চট্টগ্রাম মহানগর, ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ দেশের বিভিন্ন জেলার ইয়াবা সেবনকারী ও কারবারিরা তার থেকে ইয়াবা ক্রয় করতেন।