• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে যুবকের উপর হামলা ও ছিনতাইর অভিযোগ

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২১, ১১:১২ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে যুবকের উপর হামলা ও ছিনতাইর অভিযোগ
সংবাদটি শেয়ার করুন...

পটুয়াখালী ব্যুরো অফিস:

পটুয়াখালীতে চাঁদা না দেয়ায় এক যুবক প্রকাশ্য দিবালোকে মারধর ও ছিনতাই শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দুখালীর খেজুরতলা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ৬৯ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে অপর একটি সূত্র বলছে, চাঁদাবাজীর অভিযোগ ভিত্তিহীন। বরং পাওনা টাকা নিয়ে ঘটনা ঘটেছে।

অভিযোগ করা হয়েছে, ২১ ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে ৯টায় ঘোপখালীর কমল চন্দ্র হালাদার  তার স্ব-মিল এর মালামাল ক্রয়ের জন্য  টমটমে পটুয়াখালী শহরে যাচ্ছিলেন। খেজুরতলা বাজার অতিক্রম কালে এলাকার হুমায়ুন জোমাদ্দার , সুজন জোমাদ্দার ও  উজ্জ্বল জোমাদ্দার  ছিনতায়ের উদ্দেশ্য হামলা চালায়। এতে কমল চন্দ্র হাওলাদার ও গাড়ি চালক ইলিয়াস আহত হন। এদিকে অভিযুক্তরা বলছেন, পাওনা টাকা না দেবার বাহানা হিসেবেকমল চন্দ্র হালাদার  নাটক সাজিয়েছেন। তিনি ‘সংখ্যালঘু’ পরিচয়কে অপব্যবহার করতে চাচ্ছেন বলে অভিযোগ কেরেছেন কেউ কেউ।

কমল চন্দ্র হাওলাদারকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পটুয়াখালী সদর থানা ওসি আক্তার মোর্শেদ বলেন একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হব।