• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কোরবানীর পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজী চলবেনা: ডিসি উত্তর

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৫, ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ণ
কোরবানীর পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজী চলবেনা: ডিসি উত্তর
সংবাদটি শেয়ার করুন...

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক ॥

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন, কোরবানীর পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজী চলবেনা। সরকার নির্ধারিত নির্দিষ্ট খাত ব্যাতীত অন্য কোন ফান্ডে চাঁদা দেয়া যাবেনা। কোরবানীর পশুর হাটে কেউ কোন রকম হয়রানির শিকার হলে সাথে সাথে পুলিশকে অবহিত করুন। আপনাদের যে কোন প্রয়োজনে পুলিশ সব সময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বরিশাল কাউনিয়া থানায় কাগাশুরা ও বটতলা বালুর হাটের হাট কমিটির নের্তৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ব্যাবসায়ীক সুনাম বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিধি মেনে নির্দিষ্ট দূরত্বের খুঁটিতে পশু বেঁধে রেখে হাট পরিচালনা করুন। মহামরি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ডগ্লোভস পরিধান করে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজে চলুন, অন্যকে চলতে সহায়তা করুন। কোরবানীর পশুর হাটে কেউ চাঁদা দাবী করলে সাথে সাথে পুলিশকে অবহিত করুন। পুলিশ তৎক্ষনিক ব্যাবস্থা নেবে, আপনাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করবে।

মতবিময় সভায় আরও উপস্থিত ছিলেন, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম, অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ লোকমান হোসেন প্রমুখ।