• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ১৭:০০ অপরাহ্ণ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৫ অক্টোবর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ থেকে ছড়ানো বিভিন্ন গুজবের বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তার মতে, গণমাধ্যম যদি সঠিক তথ্য প্রচার করে, তাহলে এসব গুজব জনমনে প্রভাব ফেলতে পারবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জামিনে থাকা কোনো রাজনৈতিক কর্মী যদি বিশৃঙ্খলার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।