• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ফাঁসিয়াখালী এলাকার হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, বিপরীত দিক থেকে আসা বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দা ও সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা না গেলেও পুলিশ জানিয়েছে, নিহতরা একই পরিবারের সদস্য ছিলেন এবং তারা কক্সবাজারগামী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।